Saturday, October 13, 2018

দেখে নিন কিভাবে আপনার মোবাইলের স্কিন রেকর্ড করবেন

বন্ধুরা অাশা করি সকলেই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আাজকে আাপনাদের সাথে শেয়ার করব কিভাবে আাপনাদের মোবাইলের স্কিন রেকর্ড করবেন ।

তো বন্ধুরা এর জন্য আপনাদের একটি এপ্স লাগবে এপ্সটির নাম মোবিজেন স্কিন রেকর্ডার

প্রথমে নিচের দেয়া লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  



এবার নিচের ভিডিওটি দেখেনিন তাহলেই আসা করি বুঝতে পারবে।  ধন্যবাদ সবাইকে।

 




How to earn money online using make money free cash reyard



Online Earning

Friday, September 21, 2018

instra Forex এ ট্রেডিং করে প্রতিদিন $100 পর্যন্ত অায় করুন।

instra Forex  এ ট্রেডিং করে প্রতিদিন  $100 পর্যন্ত অায় করুন।



অাশা করি সকলেই ভাল অাছেন অাপনাদের দোয়ায় অামিও ভাল অাছি।
বন্ধুরা অবিশ্বাস্য কিছু নয় বরং এটাই সত্যি অাপনি চায়লেই instra Forex  এ ট্রেডিং করে প্রতিদিন  $100 পর্যন্ত অায় করতে পারেন।
instra Forex কি?
মূলত instra Forex হল টাকা বা মুদ্রা বিনিময়ের একটি মাধ্যম। যেখানে  টাকা বেচাকেনা হয়ে থাকে।
অার একটি দেশের টাকার সাথে অন্য একটি দেশের টাকার মূল্য প্রতিনিয়ত উঠা নামা করে তাই এখান থেকে আয় করা যায়।   
কিভাবে instra Forex থেকে আয় করব?
এখানে টাকার বেচাকেনা হয়। অার একটি দেশের টাকার মূল্য যখন অন্য একটি দেশের টাকার মূল্যের সাথে উঠা নামা করে তাই এখান থেকে আয় করা সম্ভব।
অাপনি এই instra Forex এ সাইন অাপ করলে instra Forex অাপনাকে $500 স্টার্টঅাপ বোনাস দিবে যা দিয়ে অাপনি ট্রেডিং শুরু করতে পারবেন। অর্থাৎ পূঝি ছাড়া ব্যাবসা। কিন্তু $500 স্টার্টঅাপ বোনাস অাপনি নিজের করে নিতে পারবেন না।
$500 দিয়ে ব্যাবসা করে যা ইনকাম করবেন। অর্থাৎ $500 উপরে যা হবে কেবল তাই তুলতে পারবেন অাপনার ব্যাংক একাউন্ট এর মাধ্যমে।
লাভ হল অাপনার ব্যাবসার জন্য কোন পূঝি লাগল না
এখন অাপনি $100 দিয়ে  ERU টাকা কিনলেন যখন এক  ERU এর মূল্য 1.1765 কিছুক্ষন পর যদি এক ERU এর মূল্য হয় 1.1770 তাহলে ERU এর মূল্য বেড়েছে। এখন অাপনি এটা বিক্র করলে প্রফিট পাবেন অাশা করি সকলেই বুঝেছেন।

instaforex.com

আজ এ পর্যন্তই অাগামী পোস্টে আলোচনা করব কিভাবে ট্রেডিং করতে হয়।
                         ধন্যবাদ সকল কে।

Thursday, September 20, 2018

All China মোবাইল Fake Charging,Charging error,Charging not save. 100% সমাধান ।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ট্রিপ্স। আশাকরি উপকৃত হবেন। যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় । আমরা টেকনিশিয়ান ভাইয়েরা অনেক সময় মোবাইল চার্জিং বিষয়ে নানা ভাবে নানা রকম প্রবলেমে পরি যেমন: Fake Charging, Charging Error । আমরা অনেক সহজেই কাজটি সমাধান করতে পারি। আমি আজকে আপনাদের কে বলবো কীভাবে এটি সহজেই সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। মোবাইলে রিডিং হচ্ছে কিন্তু চার্জ জমা হচ্ছে না এক্ষেত্রে চার্জিং ic উঠিয়ে নিয়ে ,আমরা Zener Diod ব্যবহার করলেই বিষয়টি সমাধান হবে। তবে zener diod টা চার্জিং + এবং   battery + সংযুক্ত করতে হবে। একই ভাবে যদি Charging বা battery error দেখায় সেক্ষেত্রে সমাধান একইভাবে হবে 100% । আপনাদের সুবিধার্থে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি।

এভাবেই আমার চার্জিং সমস্যার সমাধান সহজেই করতে পারব ইনশাআল্লাহ্।
আর আপনার যেকোনো সহযোগিতা পেতে আমার সাথে যোগাযোগ করুন।

Wednesday, September 19, 2018

Youtube Channel খুলার নিয়ম

সহজেই youtube  channel খুলবেন যেভাবে ,
YouTube এ Channel খুলতে হলে সব থেকে আগে আপনাকে এখানে সাইন ইন (Sign in)করতে হবে। আপনার Gmail ID আর একটাpassword দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর নীচের ছবিটির মতো যদি স্ক্রীন আপনার সামনে আসে তাহলে লাল দাগ দেয়া অংশটিতে (My Channel) ক্লিক করুন। আর না হলে সরাসরি পরের ধাপে চলে যান।

এবার আপনার সামনে যে স্ক্রীনটি আসবে তার ডান দিকের কোণায় Profile Picture অপশনে একটি ক্লিক করুন। তারপর YouTube Settingsঅপশনে ক্লিক করুন (ছবিগুলো অনুসরণ করতে পারেন)।

এবার নতুন এই স্ক্রীনটির একেবারে নীচে দেখুনCreate a new Channel নামের যে অপশনটি আছে তাতে একটি ক্লিক করুন।

বক্সে আপনার চ্যানেলের নাম দিন। Category তে বাছাই করুন কোন ধরণের চ্যানেল আপনি খুলতে চান। এবার “I agree to Page Term” লেখায় টিক দিয়ে Done প্রেস করুন।

আপনার চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার আপনাকে Suitable Thumbnail image, Coverইত্যাদি আর ছোট খাট যা যা দরকার সেগুলো সব ইন্সট্রাকশন অনুযায়ী করে নিতে হবে। আশা করি নিজের থেকে এই কাজগুলো করতে পারবেন। সব শেষ হয়ে গেলে এবার আপনার ভিডিওUpload করা শুরু করে দিন।

Video Upload করতে হলে প্রথমে Video ট্যাবটি প্রেস করুন। তারপর Upload a Video লেখাটাতে ক্লিক করুন। ব্যস তারপর পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে আপলোড করে দিন আপনার সদ্য নির্মিত YouTube চ্যানেলে।

সকল 📱 মোবাইল ফোনের pattern,pin, যেকোনো ধরনের lock সহজে unlock করার উপায় ।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন । আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি দারুণ একটা কাজ। আমাদের দৈনন্দিন জীবনে Smartphone ব্যবহার জীবন কে উন্নত করে চলেছে। Smartphone ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হই। যার সমাধান করতে আমরা ব্যর্থ প্রায় । তবে সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি হলো smartphoner screen lock. আমরা অনেক সময় smartphoner lock ভুলে যাই। তখন আমাদের সার্ভিসিং সেন্টার ছাড়া উপায় থাকেনা। তো আজকে থেকে আপনাকে আর সার্ভিসিং সেন্টার বা কোনো সমস্যায় ভোগতে হবে না।
আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যেকোনো ফোন unlock করার প্রসেস । যোকোনো ফোন Samsung,Symphony, oppo, Lenovo, vivo, যেকোনো ফোন unlock করার জন্য আপনাকে প্রথমে একটি সফ্টওয়্যার ডাউনলোড করে নিতে হবে। যদি আপনি সফ্টওয়্যার ব্যবহারে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আপনার pc অথবা laptop ডাউনলোড করে নিবেন আর Driver software নিয়ে কোনো চিন্তা নেই। ডেসক্রিপশন লিঙ্কে সব দেওয়া আছে। আপনাদের যেকোনো সহযোগিতার জন্য আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার মূল্যবান মতামত গুরুত্বপূর্ণ ভাবে দেখবো।  



                                                                         Download
      

Tuesday, September 18, 2018

ঘুরে অাসুন Ebook জগতের সেরা ওয়েব পেজ।


অাজ অপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যে অাপনারা অপনাদের প্রয়োজনীয় যেকোন বই পড়াসহ ডাউনলোড করতে পারবেন।
ওয়েব সাইটটির উপকারিতা সমূহঃ
  • ওয়েবসাইট টি ব্যাবহার করা খুব সহজ।
  •  যে কোন বই পিডিএফ অাকারে ডাউনলোড করা যায়।
  • সাইন অাপ করার জামেলা নেই। 
সংরক্ষিত বই সমূহঃ
  • গল্পের বই।
  • উপন্নাস।
  • ইতিহাস।
  • বিভিন্ন পাঠ্য বই।
  • ফ্রিলেন্সিং কোর্স।
  • সিপিএ মার্কেটিং।
  • ইমেইল মার্কেটিং ।
  • সোসালমিডিয়া মার্কেটিংও
  • অাউটসোর্সিং কোর্স সহ সকল প্রকার ইবুক ডাউনলোড করা যায়।
       

নিচে ওয়েব সাইট এর লিংক দেওয়া হল
                   ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Blogger থেকে লেখা লেখি করে মাসে ৫০-৬০ হাজার টাকা অায় করুন


Blogger থেকে লেখা লেখি করে মাসে ৫০-৬০ হাজার টাকা অায় করুন। কি বন্ধুরা শুনে মাথা ঘুরছে নাকি? অবাক হওয়ার কিছু নেই। অাশা করি সবাই ভাল অাছেন। অাপনাদের দোয়াতে অামিও ভাল অাছি। অামি জানি না, অামার পোষ্ট গুলো অাপনাদের কেমন লাগে তবে অামি চেষ্টা করি এমন কিছু শেয়ার করতে যাতে করে অাপনাদের ভাল লাগে।

যাই হোক চলুন মূল টপিকে যায়।
বন্ধুরা অামার অাজকের টপিক হল কিভাবে Blogger থেকে মাসে ভাল পরিমাণ একটা ইনকাম পাওয়া যায়। অাপনি কি লিখা লিখি করতে পছন্দ করেন? তাহলে এটি অাপনার জন্যে খুবি সহজ ব্যাপার। অাসুন দেখে নেই কিভাবে অাপনি অাপনার লেখার কাজটি অারাম্ভ করবেন?
এর জন্যে প্রথমে অাপনাকে একটি Blogg খুলতে হবে Blogg খোলা খুবি সহজ একটি বিষয় অাপনাকে প্রথমে
এই লিংকে যেতে হবে
তারপর অাপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন অাপ করতে হবে। তার পর অাপনাকে Create new blogg ক্লিক করতে হবে।
এবার অাপনার Blogg টি তৈরি হয়ে যাবে।
এখন New post এ ক্লিক করে লেখা লেখি শুরু করুন। অার যখন অাপনি ২০-২৫ টি পোষ্ট সম্পন্ন করবেন তখন   অাপনার Blogg এর Earning Option থেকে Google Adsense এর জন্য সাইন অাপ করুন ব্যাস অাপনার কাজ এ পর্যন্তই। এবার ইনকাম করতে থাকুন সবার  মত অাপনিও। অাজ এ পযর্ন্তই অাল্লাহাফেজ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
                                     ধন্যবাদ

Monday, September 17, 2018

নিয়েনিন Samsung G532F এর র্সবশেষ আপডেট করা ফ্লাশ ফাইল




এখন এই যুগে প্রায় আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করে থাকি। যেন সময় কাটানোর জন্য মোবাইল ছাড়া আর কোন ভাল বন্ধু নেই। কিন্তু যখন হাতের মোবাইলটি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু নিজেকে বড় একা একা মনে হয়।

তাছাড়া মোবাইল আমাদের নিত্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। যেন মোবাইল ছাড়া এখন এই যুগে চলা বড় মুশকিল।

আর তাই আপনাদের সাথে আছি আমি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Samsung G532F এর ফ্লাস ফাইল।
যাইহোক বন্ধরা অনেক কথা বললাম আর কথা না নিচের Download লেখাটিতে ক্লিক করে এখনি Download  করে নিন আপনার ফ্লাশ ফাইলটি


Sunday, September 16, 2018

Google Adsense থেকে ইনকাম সর্ম্পকে প্রয়োজনীয় কিছু কথা


বন্ধুরা শুরুতে আমার সালাম নিবেন আসা করি সকলে ভালই আছেন। আল্লাহর মেহেরবানীতে আমিও ভাল আছি।
আমরা অনেকেই  Google Adsense  কে সোনার হরিণ বলে থাকি। কারণ Google Adsense এমন একটি প্লাটফরম যার মাধ্যমে আজীবন ইনকাম করা যায়। আর হে যেমন আজীবন ইনকাম করা যায় তেমনি পরিশ্রমও করতে হয়।

যারা মনে করেন Google Adsense থেকে বসে বসে ইনকাম করা যায় তারা তারা অনলাইন থেকে ইনকাম করার কথা ভুলেও মাথায় আনবেন না, তাহলে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে।

তাহলে আসুন শুরু করা যাক

Google Adsense  কি?
Google Adsense  হল একটি এডভারটাইজিং কোম্পানী যারা ভিবিন্ন কোম্পানীর পন্যের এড দেখিয়ে র্অথ উর্পাজন করে থাকে। আর এই অর্থের কিছু টাকা Bloger, Youtuber, Websait এর মলিকদের দিয়ে থাকে।

কিভাবে ইনকাম করবেনঃ

  • Blog এর মাধ্যমে
  • Web sait এর মাধ্যমে
  • Youtube Channel এর মাধ্যমে
Blog এর মাধ্যমেঃ Blog এর মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে একটি Blog খুলতে হবে এবং সেখানে কপিরাইট মুক্ত কন্টেন্ট লিখতে হবে। এবং যখন আপনার Blog এ ৪০-৫০ টি কন্টেন্ট লেখা সম্পন্ন হবে তখন আপনাকে Google Adsense এর জন্য আবেদন করতে হবে।

Web sait এর মাধ্যমেঃ Web sait এর মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে একটি Web sait  খুলতে হবে এবং সেখানে কপিরাইট মুক্ত কন্টেন্ট লিখতে হবে। এবং যখন আপনার Web sait  এ ৪০-৫০ টি কন্টেন্ট লেখা সম্পন্ন হবে তখন আপনাকে Google Adsense এর জন্য আবেদন করতে হবে। 
সিস্টেমটা Blog মতই।

Youtube Channel এর মাধ্যমেঃ Youtube Channel এর মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে একটি Youtube Channel এর মালিক হতে হবে মানে আপনাকে একটি Youtube Channel খুলতে হবে এবং Channel এ নিয়মিত মানস্মত Video Upload  দিতে হবে যখন বেশ কিছু Video হবে তখন আপনাকে এর জন্য আবেদন করতে হবে।

বন্ধুরা আজ এ র্পযন্তই সবাই ভাল থাকবেন।

Saturday, September 15, 2018

RAR ও ZIP ফাইলের পাসওয়ার্ড ভুলেগেছেন নিয়েনিন সমাধান

RAR ও ZIP ফাইলের পাসওয়ার্ড  ভুলেগেছেন নিয়েনিন সমাধান

বন্ধুরা আপনারাত সবাই জানেন RAR ও ZIP ফাইলের পাসওয়াড ভুলেগেলে কি পরিমান কষ্ট পোহাতে হয় । আমি অাজকে এমন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে অাপনারা খুব সহজেই  RAR ও ZIP ফাইলের পাসওয়ার্ড খুলতে বা ভাংতে পারবেন। 
তাহলে চলুন কাজে মন দেয়া যাক।

প্রথমে এখানে ক্লিক করুন
তারপর এমন একটি ইন্টারফেস সো করবে 


তারপর অাপনার ফাইলটি বাছাই করুন।
                                                 

এবার Convert file এ ক্লিক করুন।


 দেখুন অাপনার ফাইলটি ডাউনলোড হচ্ছে।


এবার ডাউনলোড হওয়া ফাইলটি ওপেন করুন দেখুন কোন পাসওয়ার্ড লাগবে না।
ভাল লাগলে অবশ্যই সেয়ার কমেন্ট করবেন। 

Friday, September 14, 2018

কোন কোডিং ছাড়া এপ্স তৈরি করে প্রতিদিন অায় করুন ১০$ - ১৫$

কোন কোডিং ছাড়া এপ্স তৈরি করে প্রতিদিন অায় করুন ১০$ - ১৫$ 
হে অবাক হওয়ার কিছুই নেই অাজকে অাপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেই সাইটের মাধ্যমে অাপনারা কোডিং ছাড়াই এনড্রোএড এপ্স তৈরি করতে পারবেন। 
অার অাপনার তৈরি করা এপ্স Google admob থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন।

অার কথা না বলে চলুন শুরু করা যাক।
প্রথমে নিচের লিংকে যান

web2apk

এবার নিচের স্কিনসট গুলো ফলো করুন


হয়েগেল অাপনার বানানো এপ্স 
পরবর্তীতে গুগল এড মুব সহ বাকী পোস্ট করা হবে এ পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ।


অভিন্দন বিষয়ক পোস্ট

                                অভিন্দন!!!
হেলো বন্ধুরা এটি অামাদের নতুন একটি ব্লগ। অামাদের এই ব্লগটিতে ভিবিন্ন ধরনের টেকনলজি বিষয়ক পোস্ট করা হবে।
অাশা করি অাপনারা অামাদের এই ব্লগটির সাথেই থাকবেন।


                                                    অনুরুধ ক্রমে

  •                                                         এডমিন